বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত

ক্রীড়া ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত

অনেক বছর ধরেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। দুই দলের দেখা হয় কেবল এশিয়া কাপ কিংবা আইসিসির প্রতিযোগিতায়। সামনে বোধহয় সেটিও হচ্ছে না। পাকিস্তানের সঙ্গে আর খেলতে চায় না ভারতীয় ক্রিকেট দল। এমন কঠোর অবস্থান নিয়ে আইসিসির কাছে আর্জি জানানোর আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছে তারা।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। ঘটনার জের ধরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে ক্রিকেট অঙ্গনে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে আইসিসির কাছে চিঠি দেওয়া হবে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) চিঠি দিতে যাচ্ছে বিসিসিআই। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে রাখা না হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে তারা।

গতকাল বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেটা আইসিসির ওপরই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভালো করেই জানে।’ ঘটনা হলো, এখন আইসিসির চেয়ারম্যান ভারতীয় ক্রিকেট সংগঠক জয় শাহ। তিনি আবার ভারতীয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে ভারতীয় বোর্ড যদি

সত্যিই আইসিসিকে চিঠি দেয়, বিষয়টি ক্রিকেটের জন্য মোটেও ভালো খবর হবে না।

২০১২ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। এর পর থেকে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে শুধু এশিয়া কাপ এবং আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায়। ১৯৯২ সালে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। এক দিনের বিশ্বকাপে এখন পর্যন্ত আট বার একে অপরের সঙ্গে খেলেছে তারা। ২০১৫ সাল থেকে আইসিসির সব প্রতিযোগিতায় একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং পাকিস্তানকে।