আওয়ামী লীগ, জাপা, বাকশাল, বিএনপি, বিএনএমের পর নতুন দলে শাহ আবু জাফর

ফরিদপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ২১:৩৬
শেয়ার :
আওয়ামী লীগ, জাপা, বাকশাল, বিএনপি, বিএনএমের পর নতুন দলে শাহ আবু জাফর

আবার নতুন একটি রাজনৈতিক দলে যোগ দিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ মোহাম্মদ আবু জাফর। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ‘জনতার পার্টি বাংলাদেশের’ উপদেষ্টা হলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে বিএনএমে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। শাহ জাফর ফরিদপুর-১ সংসদীয় আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী এবং মধুখালি) ৪ বারের সংসদ সদস্য (এমপি) ছিলেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।

দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি।

অনুষ্ঠানে দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। মহাসচিব শওকত মাহমুদ। সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ। 

১৯৬৯ ও ৭০ সালে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শাহ্ মোহাম্মদ আবু জাফর। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর স্থানীয় কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৯ সালে আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-১ আসন থেকে এবং পরবর্তীতে ১৯৮৬ সালে বাকশাল থেকে এমপি নির্বাচিত হন এই বীর মুক্তিযোদ্ধা। এরপর ১৯৮৮ সালে জাতীয় পার্টি এবং ২০০৫ সালে বিএনপি থেকে সংসদ সদস্য হন। সবমিলিয়ে তিনি ৯ বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।