মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে মহাসড়কের দেলদুয়ারে উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক শফিকুল ইসলাম জানান, রাতে সাইফুল আমাকে মুঠোফোনে জানায় মির্জাপুর গিয়ে মাছের রেনু আনতে হবে। পরে অটোরিকশা নিয়ে তাকে ও জেলে মদন চন্দ্র রাজবংশীকে নিয়ে মির্জাপুর যাওয়ার পথে মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল আমাদের গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা তিনজন আমাদের দিকে ছুরি ও বন্দুক ধরে সব কিছু নিয়ে যায়।
এ সময় একজন ছিনতাইকারী সাইফুলকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা আহত সাইফুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করাই। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেশী মাছ ব্যবসায়ী মাঈনউদ্দিন বলেন, সাইফুলের সাথে রাতে আমারও যাওয়ার কথা ছিল। আমি না গিয়ে গাড়ি পাঠিয়ে দেই। সাইফুলের দুই মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
নিহতের ভাই মিজানুর রহমান বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনা হবে।