মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সাইফুল হক

অনলাইন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সাইফুল হক

বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নানা রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে। আমরা আশা করব, এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা দেখতে চাই দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকার সফল।

আজ শুক্রবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলনে পেশ করা রাজনৈতিক রিপোর্টে তিনি এসব কথা বলেন। দুইদিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করছেন তিনি।

সাইফুল হক বলেন, ‘আমাদের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ৮ মাস পার হলেও দেশের ভেতরে ও বাইরে এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অতীত ফ্যাসিবাদী শক্তিসহ নানা অশুভ গোষ্ঠী সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পরিবর্তনকে এখনো তারা মেনে নিতে পারেনি। তাদের বাংলাদেশবিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে। আমাদের সম্মিলিত অর্জন নষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে জনপ্রতিনিধিত্বমূলক শক্তিশালী রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।’

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠ ও সাধারণ সম্পাদক সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাধারণ সম্পাদকের রাজনৈতিক বক্তব্য উত্থাপন করেন তিনি।