গোসাইরহাটে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুরের গোসাইরহাটে রাশেদ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরভূইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত রাশেদ ওই এলাকার মৃত আবদুর রশিদ মৃধার ছেলে। রাশেদ পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ছিল রাশেদের মরদেহ। পরে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’