বৈদেশিক কর্মসংস্থানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরামর্শ সভা

অনলাইন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৭
শেয়ার :
বৈদেশিক কর্মসংস্থানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরামর্শ সভা

প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন জোরদার করা যেতে পারে। কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সহযোগিতার মতো কর্মসূচি তাদের জীবিকা নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। 

আজ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আয়োজিত পরামর্শ সভায় এসব তথ্য জানানো হয়। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কারিগরি সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেইজ প্রকল্পের আওতায় সারাদেশে ৩১টি ওয়েলফেয়ার সেন্টার এর মাধ্যমে দুই লাখ প্রত্যাগত অভিবাসী শ্রমিককে আর্থিক প্রণোদনা, কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করা হয়েছে। 

সভায় অভিবাসন ব্যবস্থাপনায় প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণে বৈচিত্রতা রক্ষা করা, জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভূক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বআরোপ করা হয়। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, কূটনীতিক মিশন এবং অভিবাসন খাতে কর্মরত বেসরকারি সংগঠনের ৩০০ প্রতিনিধি এই পরামর্শ সভায় অংশগ্রহণ করেন।