গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: শেখ মইনউদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি
২৪ এপ্রিল ২০২৫, ২০:৫২
শেয়ার :
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: শেখ মইনউদ্দিন

গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেছেন, তবেই ন্যায়ভিত্তিক ও সম–অধিকারের বাংলাদেশ গড়ার পরিকল্পনা সফল হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভবনে একটি সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন এ কথা বলেন। নারীর জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত গণপরিবহন নিশ্চিতে ‘হোল্ড দ্য বার, নট হার স্পেস’ শীর্ষক এ প্রচারাভিযানের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ডিটিসিএ, ইউএন উইমেন বাংলাদেশ ও ঢাকার সুইডিশ দূতাবাস।

তিনি আরও বলেন, ‘গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করা একটি যৌথ দায়িত্ব। অনেক সময় হয়রানির সাক্ষী হয়েও আমরা চুপ করে থাকি। কিন্তু নীরবতা সমস্যার সমাধান করতে পারে না- আমাদের অবশ্যই কথা বলতে হবে। পুরুষদেরও বুঝতে হবে যে সমাজে নারীরা সমান অধিকার এবং সম্মানের প্রাপ্য।’

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘এই ক্যাম্পেইনটি প্রতিটি যাত্রী, প্রতিটি চালক, প্রতিটি কন্ডাক্টর এবং প্রতিটি নীতিনির্ধারকের জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান। এটি এমন একটি সংস্কৃতি গড়ে তোলার আহ্বান, যেখানে হয়রানি মেনে নেওয়া হয় না এবং যেখানে নারী ও মেয়েরা প্রতিটি পাবলিক স্পেসে কেবল অনুমোদিতই নয়, বরং স্বাগত বোধ করে।’

বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। প্রত্যেকেই সর্বজনীন স্থানে হয়রানি মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন এবং সমস্ত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত পদ্ধতির আহ্বান জানিয়েছিলেন।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গণপরিবহনকে ন্যায়সঙ্গত ও নিরাপদ করতে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারিত্বের জন্য ডিটিসিএর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘যাতায়াতের সময় কোনো নারীই যেন অনিরাপদ বোধ না করেন। এই প্রচারাভিযানের লক্ষ্য জনমানসিকতার পরিবর্তন ঘটানো- নীরবে হয়রানি সহ্য করা থেকে এটি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করা।’

হোল্ড দ্য বার, নট হার স্পেস ক্যাম্পেইনটি রাজধানী জুড়ে বাস, মেট্রোরেল এবং প্রধান পরিবহন কেন্দ্রসহ মূল ট্রানজিট মোডগুলি কভার করবে। এই উদ্যোগে সচেতনতা বৃদ্ধি, আচরণ পরিবর্তন এবং লিঙ্গ-ভিত্তিক হয়রানি বন্ধে ভাগ করে নেওয়া দায়িত্ব পালনের লক্ষ্যে পরিবহন শ্রমিক-চালক, কন্ডাক্টর এবং হেলপারদের পাশাপাশি যাত্রীদের কাছে লক্ষ্যযুক্ত প্রচারের বৈশিষ্ট্য রয়েছে।

প্রচারাভিযান কার্যক্রমের মধ্যে পোস্টার, ভিডিও পিএসএ, প্রশিক্ষণ সেশন এবং সরাসরি জড়িত থাকার মাধ্যমে জনসাধারণের বার্তা অন্তর্ভুক্ত থাকবে। যাত্রী ও পরিবহন কর্মী উভয়কেই সম্মানজনক আচরণ এবং সকল ভ্রমণকারী, বিশেষত মহিলাদের মর্যাদা ও অধিকার রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করার উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করা হবে।