ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বৈধতা দিতে হবে: মোশারফ
সংসদে সংশোধনীর মাধ্যমে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বৈধতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এ বি এম মোশারফ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভা প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগামী সংসদে এমেন্টমেন্টের মাধ্যমে ড. ইউনুসের সরকারকে বৈধতা দিতে হবে। সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে ক্ষমতা নিয়েছে। কিন্তু আমাদের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কোনো সরকার নেই।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে তারেক রহমানের উপদেস্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক এমপি রেহেনা আক্তার বানুসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে কোরআন তেলাওয়াতের পর জাতীয় এবং দলীয় সংগীতের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়। জেলার প্রত্যেক উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী প্রশিক্ষণে অংশ নেন।