দুই বন্ধুর জীবন কেড়ে নিল বেপরোয়া ট্রাক্টর

নওগাঁ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩১
শেয়ার :
দুই বন্ধুর জীবন কেড়ে নিল বেপরোয়া ট্রাক্টর

নওগাঁর পোরশায় বেপরোয়া গতিতে আসা মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক সুমন (২১) পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবুর রহমানের ছেলে ও আজিম উদ্দিন (২৩) একই এলাকার মোতাহারের ছেলে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ১২টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মূল সড়কে এসে উঠে পড়ে। এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন।

আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জানান, নিহত নাজমুল হক সুমন ও আজিম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।