যুবকের দুই হাত কেটে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
নাটোরের সিংড়ায় ইসরাফিল (২২) নামের এক যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুরা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইসরাফিল হাতিয়ান্দহ এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার হাতিয়ান্দহ এলাকায় তার মায়ের সঙ্গে বসবাস করেন এবং তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক আগে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার তাইজুল ইসলামের সঙ্গে ইসরাফিলের মায়ের দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে ইসরাফিল সেখানেই মায়ের সঙ্গে বসবাস করতেন। সৎ বাবার সঙ্গে ইসরাফিল রাজমিস্ত্রির কাজ করতেন।
আজ বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় স্থানীয়রা তাকে দুই হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। আহত ওই যুবকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। পুলিশ গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত করছি নিয়ে তদন্ত চলছে।