ভাটারায় ভবন থেকে পড়ে ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ভাটারা থানা এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম আযম (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম আযম আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) -এর বিবিএ-এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সংবাদ পেয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমিক ইসলাম হৃদয় অত্র থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকের ভাড়া বাসার সামনে থেকে মৃতের বড় ভাইয়ের বন্ধু আব্দুর রাকিবের সনাক্ত মতে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে মৃতের বড় ভাইয়ের বন্ধু স্বজনদের বরাত দিয়ে আব্দুর রাকিব জানিয়েছেন, সিয়াম আযম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এ,আই,ইউ,বি)-তে বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকার জে - ব্লক ৩-নম্বর রোডের ওই সাত তলা ভবনে কয়েক বন্ধুর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ভবনের ছাদ থেকে অসাবধানতাবসত নিচে পড়ে যান। এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
জানা যায়, দিনাজপুর সদর উপজেলার উপশহর শেখপুরার আব্দুল মান্নাফ ও রেহেনা পারভিন এর ছেলে সিয়াম। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর মৃতের বাবাসহ স্বজনরা মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।