শপথ নিলেন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিতরা

বিনোদন প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫, ১২:০৫
শেয়ার :
শপথ নিলেন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিতরা

শপথ অনুষ্ঠানের একটি দৃশ্য

টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা গতকাল বুধবার শপথ নিয়েছে। তাদের শপথবাক্য পাঠ করান প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। তিনি নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। নির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। এ সময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেন, ‘সংগঠনের সব সদস্যদের নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।’

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করতে চাই।’

শপথ নেওয়ার পর ডিরেক্টরস গিল্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে, গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আব্দুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান।

ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।

অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হয়েছেন মুকুল সিরাজ।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ সৈয়দ (শিপলু), আবু রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।