ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন, জেলেনস্কির কড়া সমালোচনায় ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ক্রিমিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনাকে ক্ষতি করার জন্য ট্রাম্প জেলেনস্কিকে অভিযুক্তও করেছেন।
নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধের ইতি টানার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি ছিল কিন্তু জেলেনস্কির মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যা সংঘাতকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই করবে না।
তবে, এর আগে দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তি প্রসঙ্গে মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছিলেন, ‘এটি আজকের অবস্থানের কাছাকাছি আঞ্চলিক রেখাকে শীতল অবস্থানে নিয়ে যাবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভ্যান্স আরও বলেন, ‘এই চুক্তির অর্থ হবে ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই বর্তমানে তাদের মালিকানাধীন কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে।’
এদিকে ২০১৪ সালে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া প্রসঙ্গে ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা ক্রিমিয়া ছেড়ে দেবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যদিও হোয়াইট হাউস প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো ভৌগোলিক ছাড় দেওয়ার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে, যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেবল যুদ্ধের অবসান দেখতে চাই। আমার কোনো পছন্দের লোক নেই। আমি কোনো পছন্দের লোক চাই না। আমি একটি চুক্তি সম্পন্ন করতে চাই।’