স্ত্রীকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন /

‘আপনারা লাশ নিয়ে যান’

সাভার প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২৩:৩৫
শেয়ার :
‘আপনারা লাশ নিয়ে যান’

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল নাইনে ফোন করেছেন এক ব্যক্তি।

আজ বুধবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৯৯৯ এ একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে নিজের নাম সাজ্জাদ হোসেন মানিক পরিচয় দিয়ে জানান, “আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। অনুগ্রহ করে লাশটি নিয়ে যান।” তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ পেলেও সাজ্জাদ নামের কাউকে পায়নি।

যে নম্বরটি থেকে ফোন করা হয়েছিল সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তবে প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে ওই নারীর বাড়ি নওগাঁ জেলায় এবং টেলিফোন করা ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানার শ্রমিক‌।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, কয়েকদিন আগে সাজ্জাদ হোসেন মানিক সকালে গার্মেন্টসে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আঙুলের ছাপের মাধ্যমে নিহতের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে সংরক্ষিত আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বরে কল করা ওই ব্যক্তির মোবাইল নম্বরের সূত্র ধরে তার সর্বশেষ অবস্থান জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।