দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইয়াবাসহ মো. সাগর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
সাগর হোসেন জেলার রাজৈর থানার বেপারী পাড়ার মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়া গেট সংলগ্ন গলি থেকে ১৫ পিস ইয়াবাসহ সাগর হোসেনকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।