আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৬
শেয়ার :
আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুলেখা (৪৫) নারান্দী গ্রামের রব মিয়ার স্ত্রী এবং তিনি পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় ২০ বছর আগে একই উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সঙ্গে সুলেখা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। রব মিয়া কাপড়ের ব্যবসা করতেন। কয়েক বছর আগে রব মিয়া মানষিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার দিন স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের একপর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভিতরেই সুলেখাকে জবাই করে হত্যা করে রব মিয়া। এরপর হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই ছুরি হাতে নিয়েই বসে থাকেন রব মিয়া। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গনপিটুনি দেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘাতক বর মিয়াকে জনতা আটক করেছে। আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি। কিন্তু উত্তেজিত জনতার কারণে সম্ভব হচ্ছে না।