মধ্যরাতে আগুনে পুড়ল কারখানা ও ঝুটের গুদাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৩:০৫
শেয়ার :
মধ্যরাতে আগুনে পুড়ল কারখানা ও ঝুটের গুদাম

মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম ও একটি প্রিন্টিং ফ্যাক্টরি। মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে হযরত শাহ মাজার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় একটি গেঞ্জির কাপড়ের ছাপাখানা।

স্থানীয়রা জানান, গত রাত আনুমানিক দেড়টার দিকে হৃদয় আহমেদের মালিকানাধীন ঝুটের গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুনটি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইমরান মিয়ার প্রিন্টিং ফ্যাক্টরিতে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে দুটি কারখানায় আগুনের খবর পেয়ে পেয়ে মন্ডলপাড়া সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঝুটের কারণে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরেকটি প্রতিষ্ঠানে।’

কী কারণে আগুন লেগেছে জানতে চাইলে প্রাথমিকভাবে তিনি তা জানাতে পারেনি। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমানও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।