রাজবাড়ীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২১ পুরিয়া হেরোইনসহ মো. জয়নাল ফকির (৪৫) ও ৩০ পুরিয়া হেরোইনসহ মো. মজনু মোল্লা (৪৫) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়নাল গোয়ালন্দ ঘাট থানার সাকের ফকির পাড়া, পৌর ০৯নং ওয়ার্ডের মৃত সাহেব আলী ফকিরের ছেলে ও মজনু উপজেলার পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্প এলাকার হবি মোল্লার ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া বাজার চেয়ারম্যান গলির আরিফুল ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর ও নৌ-পুলিশ ক্যাম্পের পেছনের একটি গলি থেকে অভিযান চালিয়ে থানার এসআই মো. রুস্তম আলী ও এসআই মো. আব্বাস উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।’