নিজের সংযুক্তের আদেশ ঠেকাতে মানববন্ধন করালেন গাংনীর ইউএনও
নিজের সংযুক্তের আদেশ ঠেকাতে কর্মকর্তা কর্মচারী ও অনুগতের দিয়ে মানববন্ধন করালেন মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় অফিস বন্ধ করে উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন করানো হয়।
এছাড়া মানববন্ধনের সংবাদ শেয়ার করতে সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এ কারণে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আসা সংবাদ শেয়ার করছেন তারা।
মানববন্ধনে সাহারবাটি ইউপি ভুমি কর্মকর্তা জাকির হোসেন, গাংনী ভূমি অফিসের অফিস সহকারী সাজাহান, গাংনী উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক শুশান্ত কুমার পাত্রসহ বেশ কয়েকজন সরকারী কর্মচারীকে দেখা গেছে।
এদিকে প্রীতম সাহার প্রত্যাহারের আদেশ দ্রুত কার্যকরের দাবি করেছে এলাকাবাসী।
প্রসঙ্গত, এডিবি ও রাজস্ব’র টাকা আত্মসাৎ,সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে মানববন্ধন বন্ধ করতে পুলিশ পাঠানো, ছাগল কাণ্ড নিয়ে মহিলার সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
ইতোপূর্বে বদলী হলেও তদবির করে সেই বদলির আদেশ স্থগিত করেন প্রীতম সাহা। এবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্তের আদেশ দিলে সেটি প্রত্যাহারে মাঠে নানা ফন্দিফিকিরি শুরু করেছেন তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার বলেন, ‘অফিস বন্ধ করে মানববন্ধন করে থাকলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে সংযুক্তের আদেশ প্রত্যাহারের সুযোগ নেই। বদলি ও সংযুক্ত এটা চলমান প্রক্রিয়া।’
উল্লেখ্য, গত সোমবার প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে। এ কারণে তিনি তার সংযুক্তের আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মচারী ও অনুগতের দিয়ে মানববন্ধন করান।