শ্রীপুরে ধান কাটতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১০:৩২
শেয়ার :
শ্রীপুরে ধান কাটতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুর থেকে ধান কাটার কাজ করতে এসে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আনছার আলীর। 

আজ বুধবার ভোর ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী-মাওনা আঞ্চলিক সড়কের উজিলাব এলাকায় ন্যাশনাল পোল্ট্রির কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনছার আলী রংপুর জেলার বদরগঞ্জ থানার সরদাপাড়া গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে। 

দুর্ঘটনায় আহত ইয়কুব আলী মন্ডল জানান, রংপুর থেকে ধান কাটার শ্রমিকের কাজ করতে তারা ৫ জন রাতের বাসে মাওনায় আসেন। সেখান থেকে সিএনজিতে বরমীর দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি ঘটনাস্থলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তারা সকলে আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার আনছার আলীকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর থানার এস আই মনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।