তাহিরপুরে ওয়ার্ড যুবলীগ সভাপতি সুজন আটক

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১০:২২
শেয়ার :
তাহিরপুরে ওয়ার্ড যুবলীগ সভাপতি সুজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গোলাম কাদির সুজন (৩০) নামে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের জয়নগর থেকে তাকে আটক করা হয়। 

তিনি উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে ও সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের করা নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি তিনি। ওই দিনের ঘটনায় ভিডিওতে ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। গ্রেপ্তারকৃত গোলাম কাদির সুজন ওই মামলায় এজহার নামীয় আসামি। তিনি সদর উপজেলার জয়নগর এলাকার অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

ওসি দেলোয়ার হোসেন আরও জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠানো হবে। এছাড়াও উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।