কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট আগেই জানিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন ট্রাম্প। সূত্রের খবর, তার কিছুক্ষণ পরেই দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয়।
ফোনে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ‘বাছাই’ করা পর্যটকদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান ট্রাম্প। সেই সঙ্গে ভারতের পাশে থাকার বার্তাও দেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক্স হ্যান্ডলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা জানিয়েছেন। তিনি জানান, ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ট্রাম্প।
রণধীরের লেখা এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, ভারত ও আমেরিকা যৌথভাবে জঙ্গিহানার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
এদিকে হত্যার খবর পেয়ে আরব সফরের মাঝপথেই সরাসরি জম্মু-কাশ্মীরে যাচ্ছেন মোদি। ইতোমধ্যেই পাক জঙ্গিহানার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ঘটনাচক্রে বর্তমানে ভারত সফরে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সে সময়েই পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই পরিস্থিতেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনে পর্যটকদের ওপর হামলা করেন বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক।