কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৭
শেয়ার :
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত ২৬

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর হঠাৎ গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। প্রায় এক বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

ভারতীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন, হামলাটি হয়েছে পহেলগামে, যা সড়কপথে প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তিনি নিজের পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় পত্রিকাগুলোতে বলা হয়েছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের ওপর এই হামলা করা হয়। এদিকে স্থানীয়রা বলেছেন, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। গুলির ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ আরও জানায়, আহতদের ৩ জন স্থানীয় বাসিন্দা এবং অপর ৩ জন রাজস্থানের। 

হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে। এই জঘন্য সন্ত্রাসী হামলায় যারা জড়িত, তারা রেহাই পাবে না এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’

ওয়াহিদ নামের একজন ট্যুর গাইড এএফপিকে জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান এবং কয়েকজন আহত ব্যক্তিকে ঘোড়ায় তুলে সরিয়ে নিয়ে যান।

ট্যুর গাইড বলেন, ‘আমি কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখলাম, মনে হচ্ছিল তারা মারা গেছে।’

এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করে অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিকদের লক্ষ্য করে যত হামলা হয়েছে, তার তুলনায় এটি অনেক বড়, আর মৃতের সংখ্যা এখনো নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘আমাদের অতিথিদের ওপর এই হামলা এক জঘন্য অপরাধ। হামলাকারীরা পশুর চেয়েও নিকৃষ্ট, অমানবিক ও ঘৃণার যোগ্য।’

এ অঞ্চলে ভারতের নিয়োগকৃত গভর্নর মনোজ সিনহা বলেন, ‘পর্যটকদের ওপর কাপুরুষোচিত এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। এই ঘৃণ্য হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তির বাইরে থাকবে না। মানুষকে এই বিষয়ে আশ্বস্ত করছি।’

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে যান। 

উল্লেখ্য, হিমালয়ের কাশ্মীর রাজ্যটি পাকিস্তান এবং ভারত নিজেদের বলে দাবি করলেও পৃথকভাবে দুই দেশই এটি শাসন করে আসছে।

এর আগে ২০২৪ সালের জুন মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর হমলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় অন্তত ৯ জন মারা যান এবং ৩৩ জন আহত হন। 

জানা গেছে, এ বছর জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে প্রস্তুতিও চলছে। তার আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।