‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ প্রদর্শনীর আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ’ প্রকল্পের আওতায় কিউরেটর কেহকাশা সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক দলীয় প্রদর্শনী ‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ আগামী শুক্রবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বনানীর সাতোরি একাডেমি অফ আর্টস-এ উদ্বোধিত হতে যাচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ১৬ মে পর্যন্ত। এই প্রদর্শনীটি ব্রিটিশ কাউন্সিলের “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের অংশ, যা সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উদীয়মান এবং ইতিমধ্যে কর্মরত ভিজ্যুয়াল আর্ট কিউরেটরদের জন্য একটি আন্তঃসংস্কৃতিক পেশাগত উন্নয়ন ও প্রদর্শনী প্রোগ্রাম।
প্রদর্শনীটির প্রথম অধ্যায় চলবে ২৫ এপ্রিল হতে ৭ মে পর্যন্ত। প্রদর্শনীর এই অধ্যায়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক প্রেক্ষাপটে সংবেদনশীল পরিবেশের অন্বেষণ করা হয়েছে, যেখানে যত্নকে একটি নিরাময়প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই অধ্যায়ে সাতজন বাংলাদেশি শিল্পী, চারজন আন্তর্জাতিক শিল্পী এবং চারজন বাংলাদেশি শিল্প শিক্ষার্থীর কাজ প্রদর্শিত হবে। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল কালেকশন থেকে নেয়া শিল্পকর্মও অন্তর্ভুক্ত রয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন খ্যাতিমান শিল্পী ঢালী আল মামুন ও দিলারা বেগম জলি (বাংলাদেশ), এবং স্টিফেন ফোর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, আফরাহ শফিক (ভারত), সিল ফ্লয়ার (যুক্তরাজ্য), হেতেন পাটেল (যুক্তরাজ্য), হং-কাই ওয়াং (তাইওয়ান), নাঈম মোহাইমেন (বাংলাদেশ), ঋতু সাত্তার (বাংলাদেশ), শরদ দাস (বাংলাদেশ), সোহরাব জাহান (বাংলাদেশ), শৌণক দাশ (বাংলাদেশ/নেদারল্যান্ডস), সুজান ফিলিপ্স (যুক্তরাজ্য), ইয়াসমিন জাহান নূপুর (বাংলাদেশ), জিহান করিম (বাংলাদেশ)। এদের মাঝে সিল ফ্লয়ার, হেতেন পাটেল, এবং সুজান ফিলিপ্স-এর শিল্পকর্ম ব্রিটিশ কাউন্সিল কালেকশন হতে সংগৃহীত এবং প্রদর্শিত হবে।
প্রদর্শনীটির দ্বিতীয় অধ্যায় চলবে আগামী ৯ মে হতে ১৬ মে পর্যন্ত। প্রদর্শনীর এই পর্যায়ে শিল্পী-শিক্ষক সোহরাব জাহান ও জিহান করিম পরিচালিত এক্সপেরিমেন্টাল কর্মশালার ফলাফল উপস্থাপিত হবে। মাধ্যম হিসেবে “মুভিং ইমেজ”-কে শিল্পচর্চার কেন্দ্রে রেখে আয়োজিত এই প্রদর্শনীটিতে চলমান চিত্র, ইন্টার্যাক্টিভ শিল্পমাধ্যম এবং বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন থাকবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কর্মশালার অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, আবিদ হাসান (বাংলাদেশ), আরশাদুল হক (বাংলাদেশ), নাজনীন আহমেদ (বাংলাদেশ), এবং সাদিয়া আফরোজ (বাংলাদেশ)
কিউরেটর কেহকাশা সাবাহ বলেন, ‘হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন’ একটি সম্ভাবনাময় অন্বেষণমূলক প্রকল্প— যা দেহ ও মনের আন্তঃসম্পর্ক সংযোগে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে যত্নের অবহেলিত অধ্যায়গুলি অন্বেষণ এবং আলোচনা করতে আগ্রহী । যত্ন শুধুমাত্র একটি মানসিক বিষয় নয় বরং দৈনন্দিন চর্চা এবং অংশগ্রহণের মাধ্যমে যত্ন একটি সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ হয়ে উঠতে পারে। এই শিরোনামটি নেয়া হয়েছে মিলার উইলিয়ামস-এর কবিতা ‘Compassion’ থেকে, যা মানবজীবনের দুর্বলতাকে সহমর্মিতার চোখে দেখার আহ্বান জানায়।”
স্টিফেন ফর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ বলেন, “ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় শিল্পীদের সমর্থন যোগাতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আমরা কেহকাশা সাবাহ এবং তাঁর প্রদশনীকে "আর্ট এক্সচেঞ্জঃ মুভিং ইমেজ" কিউরেটোরিয়াল ফেলোশিপের মাধ্যমে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত। এই সমসাময়িক এবং চিন্তাজাগানিয়া প্রদশনীটি শুধুমাত্র শিল্পী কেহকাশা'র সামাজিক দায়বদ্ধতাই তুলে ধরেনি, সেইসাথে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে। কেবল শিল্পপ্রেমীদের নয়, আমি সকলকে এই অসাধারণ প্রদর্শনীটি উপভোগ করবার আন্তরিক আমন্ত্রণ জানাছি”
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রদর্শনীটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://kehkasha.name/index.php