ধর্ষণের মামলা করায় বিধবার বাবার বাড়িতে আগুন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২০:০৪
শেয়ার :
ধর্ষণের মামলা করায় বিধবার বাবার বাড়িতে আগুন

ধর্ষণের মামলা দায়ের করায় বিধবা নারীর বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিনগত গভীর রাতে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দুটি গরুসহ বাড়ির গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী ওই নারীর বাবার বাড়ি মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে। অভিযুক্ত খালেক (৪০) আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের আড়াগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর স্বামীর বাড়ি আটপাড়া উপজেলায়। ২০১৭ সালে তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি জীবিকা নির্বাহ করতে ঢাকায় পোষাক শ্রমিকের কাজ করেন। অভিযুক্ত খালেক তার স্বামীর এলাকার পূর্বপরিচিত। গত ১৮ এপ্রিল শনিবার রাতে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে খালেক। এ ঘটনায় নেত্রকোনা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। আদালতের নির্দেশ গতকাল সোমবার আটপাড়া থানায় মামলাটি রুজু হয়।

এ খবর শুনে ক্ষিপ্ত হয়ে রাতে ভুক্তভোগী নারীর বাবার বাড়িতে গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে খালেক। অগ্নিকাণ্ডে দুইটি গরুসহ পুরো ঘর পুড়ে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, জোরপূর্বক ধর্ষণের ঘটনার পর আমি নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। মামলা করে বাবার বাড়িতে চলে আসি। মামলা রুজু হলে মোবাইল ফোনের মাধ্যমে খালেক আমার বাবার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরিকল্পিতভাবে আমার বাবার গরুর গোয়াল ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

তবে এ ঘটনায় অভিযুক্ত খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, বিধবা নারীর বাবার গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।