কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার আদালতে তাকে আসামি নুরে আলম সিদ্দিকী হককে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, বাংলা কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সাগর আহমেদ হত্যায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি নুরে আলম সিদ্দিকী হক।
আসামি নুরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা।