বিষ দিয়ে মারা হলো ২০ লক্ষাধিক টাকার মাছ

রাজবাড়ী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৩:৫৫
শেয়ার :
বিষ দিয়ে মারা হলো ২০ লক্ষাধিক টাকার মাছ

রাজবাড়ীতে শত্রুতা করে বিষ দিয়ে ২০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার ইটভাটার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। মঙ্গলবার সকালে মাছ মরে ভেসে উঠলে বিষ প্রয়োগ করার বিষয়টি টের পাওয়া যায়।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বলেন, ‘মাছ দেশের সম্পদ। বিষ প্রয়োগ করে যারা ক্ষতি করেছে এটা শুধু পুকুর মালিকই নয়, দেশের ক্ষতি সাধন করেছে। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

স্থানীয়রা বলেন, ‘দীর্ঘদিন ধরে ইটভাটার পাশাপাশি কাজী আরাফাত হাসান জিসান মাছ চাষ করে আসছেন। পুকুরে তেলাপিয়া, পাঙাস, রুই, কাতল, পুটি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। সকাল থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠে। বিভিন্ন লোকজন মাছ ধরে নিয়ে যান। যারা মাছের সঙ্গে শত্রুতা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ 

পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসান বলেন, ‘আজ মঙ্গলবার সকালে পুকুরে এসে দেখতে পাই মাছ মরে ভেসে উঠছে। স্থানীয় ফরিদ মোল্যা, জাকির মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, পলাশ মোল্যা ও শামীম মোল্যার সঙ্গে আমার বিরোধ রয়েছে। আদালতে মামলা হলে আমি রায় পাই। তারপরও তারা আমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার ধারণা জমি নিয়ে বিরোধের জের ধরে তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ২০ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করেছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ‘খবর পেয়ে সরেজমিন পুকুর থেকে পানি, ছবি ও মাছ সংগ্রহ করা হয়েছে। পুকুর মালিককে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।’