‘রাষ্ট্রের বিষয়, তাই ধীরেসুস্থে আলোচনা করছি’
সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিএনপি দফা-ওয়ারি বিস্তারিত আলোচনা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রের বিষয় হওয়ায় সংস্কারের ক্ষেত্রে তাড়াহুড়া করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলে যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রের বিষয়, তাই ধীরেসুস্থে আলোচনা করছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘যেসব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে তা জাতীয় জীবনে মহান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
স্প্রেডশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় তা নিয়ে আলোচনা করা হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দফা-ওয়ারি বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ যা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে ও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করার কথা বলা হচ্ছে, এটা সহ বিচার বিভাগের সকল স্বাধীনতায় আমরা বিশ্বাস করি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
‘কিন্তু সবকিছু আইনানুগ ও সাংবিধানিকভাবে হয়। কোনো কিছু যেন অসাংবিধানিকভাবে না হয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।