পাওয়া গেল হারানো সোয়েটার /

কারাগারে থেকেও সংবাদ শিরোনামে পলক

অনলাইন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৩:২৮
শেয়ার :
কারাগারে থেকেও সংবাদ শিরোনামে পলক

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বেশকিছু হত্যা মামলায় কারাগারে রয়েছেন। তবে কারাগারে থাকলেও বিভিন্ন সময়ে থাকছেন আলোচনায়। উদ্ভট সব দাবি এবং বক্তব্য দিয়ে সংবাদের শিরোনামে উঠে আসছেন এ সাবেক প্রতিমন্ত্রী।

সম্প্রতি সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক দাবি করেছিলেন কারাগার থেকে তার দুটি সোয়েটার হারিয়ে গেছে। তবে গতকাল বিকেলে সেই সোয়েটার পাওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে।

এর আগে গতকাল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোয়েটার হারানোর কথা জানান জুনাইদ আহ্‌মেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। মক্কেলের সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকে আইনজীবীও।

আবদুল্লাহ আল মামুন গতকাল গণমাধ্যমকে বলেন, ‘কারাগার থেকে জুনাইদ আহ্‌মেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, পলকের সোয়েটারসহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন।’

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোররুমে রাখা হয়।’

আদালতে সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, ‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য, এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দীর জিনিসপত্র হারানোর সুযোগ নেই।’

এর আগে পলক গত বছরের ডিসেম্বরে সাংবাদিকদের কাছে দোয়া চেয়ে বলেছিলেন, ‘বোবা হয়ে আছি। বোবা! দোয়া করবেন।’

এছাড়া চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেদিন শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় এক গণমাধ্যমকর্মী পলককে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই আজকে তো হরতাল।’

এর প্রতি জবাবে তিনি বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। আমরা লড়াই চালাচ্ছি। আইনগত লড়াইও চালাব। ন্যায়ের পথে লড়াই চলবে।’

এভাবে বিভিন্ন সময়ে আদালতে এসে পলক নানান উক্তি করেন এবং হয়ে ওঠেন সংবাদের শিরোনাম।