সুখবর দিলেন চাঁদনী

বিনোদন প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫, ১২:৩০
শেয়ার :
সুখবর দিলেন চাঁদনী

বেশ কয়েক বছর ধরেই পর্দায় অনিয়মিত একসময়ের আলোচিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী। মাঝে বিশেষ দিনগুলো তাকে প্রায়ই দেখা যেত নাচের কোনো অনুষ্ঠানে। সেটিও এখন অনেকটাই অনিয়মিত। অবশেষে ভক্তদের সুখবর দিলেন চাঁদনী। ফিরলেন নাটকে।

জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন চাঁদনী। নাম ‘তুমি আমি ও সে’। এর গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম। এর মধ্যদিয়ে দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরলেন আজিজুল হাকিমও।

চাঁদনী বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। গল্পটিও সুন্দর। এখন আর শুধু শুধু সংখ্যা বাড়াতে চাই না। যে কারণে গল্প ভালো হওয়াতেই কাজ করেছি। এ চরিত্রের মধ্যে একটি মেয়ের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে মেয়েটি তার জীবনের স্বাধীনতার জন্য মোহের কাছে ধরা দিতে চায় না।’

‘তুমি আমি ও সে’ নাটকে চাঁদনীর সঙ্গে জুটি হয়েছেন আবদুর নূর সজল। আর নাটকের গল্পটি যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির। দেশে এসে এক মেয়ের প্রেমে পড়েন তিনি। কিন্তু ছেলের পরিবার চায়, যুক্তরাষ্ট্রেরই কোনো মেয়েকে তিনি বিয়ে করুক। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।