একটি সেতুর অভাবে ১১ গ্রামের ২০ হাজার মানুষের দুর্ভোগ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সড়ক পথে যোগাযোগ বিছিন্ন একটি ইউনিয়ন, নাম গুয়াগাছিয়া। মেঘনা ও গোমতী শাখা নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন ওই ইউনিয়নের ১১টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
সরেজমিন দেখে জানা যায়, ইউনিয়নের উত্তর জামালপুর, দক্ষিন জামালপুর, শিমুলিয়া, গুয়াগাছিয়া, বালুরচর, কদমতলী, দত্তেরচর, বসুরচর, ছোট বসুরচর, নতুন বসুরচর ও ভাষারচর গ্রামের মানুষ প্রতিদিন বসুরচর লঞ্চ ঘাট পার হয়ে নতুন চাষী-বাউশিয়া পাখির মোড় সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। একটি ব্রিজের অভাবে নানা দুর্ভোগের শিকার হচ্ছে ওই গ্রামগুলোর হাজার হাজার মানুষ।
ওই গ্রামগুলোর মানুষেরা বলেন, ‘নদীতে একটি সেতুর জন্য সংশ্লিষ্টদের কাছে বহুবার আবেদন করা হয়েছে। নির্বাচনের আগে প্রার্থীরা অনেকবার সেতুটি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও সেতুটি তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
নদী পার হওয়া ট্রলারের এক যাত্রী মোশাররফ হোসেন বলেন, ‘অনেকেই জনপ্রতিনিধি হওয়ার আগে জনগণকে প্রতিশ্রুতি দেন নির্বাচনে জয় লাভ করলে ব্রিজ করে দেবে! কিন্তু নির্বাচনের পর আর কেউ খোঁজ খবর রাখেন না। আমরা স্বাধীনতার পর থেকে একটি ব্রিজের স্বপ্ন দেখছি। কিন্তু আমদের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল।’
বিষয়টি নিয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ জানান, উপজেলার সড়ক পথ থেকে গুয়াগাছিয়া ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার।
যদি সরকার একটি ব্রিজ নির্মাণে উদ্যোগী হয়, তাহলে সাধারণ মানুষসহ কোমলমতি শিক্ষার্থীসহ সার্বিক উন্নয়নের পথ তৈরি হবে বলে জানান তিনি।