মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
হংকং ইস্যুতে ‘জঘন্য আচরণ’ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
গতকাল সোমবার বিকেলে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে গত মাসে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আরও কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকেও শক্ত ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও উচ্চপর্যায়ের সরকারি ছয়জন কর্মকর্তাসহ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লিখিত ১৯ বিরোধী রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হংকং। বিতর্কিত আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমান। এছাড়া ওইসব অভিযুক্ত ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্য জনপ্রতি ১ লাখ ২৮ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করে হংকং পুলিশ। ওই ১৯ ব্যক্তির মধ্যে ১৩ জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিলও করা হয়েছে।