যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
কক্সবাজারের টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের সদস্যদের মধ্যে গোলাগুলির সময় রফিক ডাকাত নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত রফিক টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি টিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালী পাড়া একটি বিশেষ অভিযানে যায়। এ সময় রফিক ডাকাতের সদস্যরা যৌথবাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন। তখন যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি করলে রফিক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, রফিক ডাকাতের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।