তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৫, ২৩:০৫
শেয়ার :
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে যুবক নিহত হয়েছেন।আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ে বুটেক্সের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত আরমারন মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের দিনমজুর একরাম হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। কেজগাঁওয়ের তিব্বত মোড়ের পেছনে দারাজ কোম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন আরমান।

 জানা গেছে, ৩/৪ জন যুবক আরমানকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তার স্বজনরা রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. একরাম হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে আরমান ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পাই পলিটেকনিক্যালের পাশে রাস্থায় কয়েক যুবক ছিনতাইয়ের চেষ্টা করছিল, সে সময়ে আরমান বুঝতে পেরে, তাদের ধাওয়া করে ধরার চেষ্টাকালে ওই যুবকরা তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’  

ঢামেক হাসপাতালে আসা নিহতের খালাতো ভাই রাজু জানিয়েছেন, বেশ কিছু দিন আগে আরমান ওই এলাকার এক ছিনতাইকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে এ পরিস্থিতির শিকার হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ. পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।