ঢাকার সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাজী মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়। তাছাড়া ২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?