মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে পালালো তিন ছাত্র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৯:৩০
শেয়ার :
মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে পালালো তিন ছাত্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে তিন ছাত্র। এ ঘটনায় গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রদের অভিভাবকরা।

ওই তিন ছাত্র হলো- আবদুর রহমান (১১), মুজাহিদুল ইসলাম আয়মান (১০) ও রেজওয়ান ইবনে আলম (১১)।

এর আগে গত শুক্রবার বসুরহাট পৌরসভার দারুল ইহসান তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে তারা পালিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে কক্সবাজার থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

তাদের অভিযোগ, মাদ্রাসার হুজুরদের ক্রমাগত বেত্রাঘাত ও লাঠি দিয়ে মারধর থেকে বাঁচতে তারা পালিয়ে গেছে। কারণে-অকারণে ওই মাদ্রাসার ছাত্রদের ওপর নির্যাতন চালানো হয়।

অভিভাবক শারমিন আক্তার জানান, শিক্ষকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা দুপুরে পালিয়ে যায়। পরে ৩টার দিকে এক শিক্ষক ফোনে আমাদেরকে বিষয়টি জানায়। প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার ঘাটতি ও নিরাপত্তারক্ষীর অনুপস্থিতির কথা জিজ্ঞেস করতেই অধ্যক্ষ আমাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে পুলিশের সহায়তায় কক্সবাজার থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার পরিচালক হাফেজ মুজাম্মেল বলেন, আমাদের মাদ্রাসায় কাঠের রেয়াল ব্যবহার হয় না। আর ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, এ ঘটনায় অভিভাবকরা অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।