আখাউড়ায় ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৭:৫৫
শেয়ার :
আখাউড়ায় ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় আতশবাজির একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা।

গতকাল রোববার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ওসি মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনের ৩নং প্ল্যাটফর্মে থামলে, পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০ট মাছের খাদ্যের বস্তা থেকে ৮ হাজার ৯০০ প্যাকেট আমাদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা।

পার্সেল বুকিং তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএসপি মো. এরশাদুর রহমান বলেন, রেলপথ ব্যবহার করে কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন করা যাবে না। এ বিষয়ে রেল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।