টিভি অনুষ্ঠান সঞ্চালনা করতে ১৭৭ কোটি টাকার চুক্তি সৌরভ গাঙ্গুলির
ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা ছেড়ে স্টার জলসায় যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ‘বিগ বস বাংলা’ ও আগে জি বাংলায় সঞ্চালনা করা ‘দাদাগিরি’র আদলে একটি কুইজ শো সঞ্চালনা করতে স্টার বাংলার সঙ্গে ১২৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭৭ কোটি টাকারও বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আগামী চার বছরের জন্য স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন সৌরভ গাঙ্গুলি। চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে স্টার জলসায় শুরু হবে ‘বিগ বস বাংলা’ এবং কুইজ শোয়ের সম্প্রচার। স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায়, সংশ্লিষ্ট চ্যানেল যে দর্শকদের বিনোদিত করার জন্য একেবারে অন্যরকম দুটি শো উপহার দিতে চলেছে। যার মধ্যে বিশেষ নজর থাকবে ‘বিগ বস বাংলা’র দিকে। কারণ এক দশক আগে বাংলায় এই শো তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তবে তার পর থেকে বহুবার জল্পনা শোনা গেলেও এই রিয়ালিটি শো টেলিপর্দায় দেখা যায়নি।
এবার একেবারে নতুন স্বাদে, নতুন ফরম্যাটে বাংলায় আসছে ‘বিগ বস’। আর সঞ্চালকের ভূমিকায় ‘প্রিন্স অব ক্যালকাটা’। হিন্দি ‘বিগ বস’-এর সঞ্চালনার দায়িত্বে যেখানে সালমান খান, সেখানে বাংলায় বাঙালির প্রিয় আইকনকে দেখা যাবে এই রিয়েলিটি শোয়ের উপস্থাপকের ভূমিকায়। দর্শকদের যে সেদিকে নজর থাকবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
দুটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন, “দর্শকদের সঙ্গে সংযোগস্থাপনের জন্য টেলিভিশন আমাকে বরাবরই বিশেষভাবে সুযোগ করে দিয়েছে এবং স্টার জলসার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমরা অভিনব নন-ফিকশন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গল্প বলার এক নতুন অধ্যায় শুরু করছি। যেখানে বিনোদনের পাশাপাশি বুদ্ধিমত্তাকেও উদ্যাপন করে এমন দুটি অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পেয়ে আমি ভীষণই উচ্ছ্বসিত।”
তিনি বলেন, “ক্রিকেট ময়দানের বাইরেও আমি বরাবর দর্শকদের সঙ্গে আলাদা করে সংযোগস্থাপনে বিশ্বাসী। আর এই দুটো শো আমাকে সেই সুযোগই করে দিচ্ছে। যা কিনা নতুন ফরম্যাটে আসছে এবং অবশ্যই বাসত্বজীবনের বহু গল্পও থাকবে এই শোয়ে। এটা আমার জন্যে নতুন ইনিংস। আর ক্রিকেটের মতো একই আবেগে ভর করে এখানেও আমি খেলতে প্রস্তুত।”
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় বাংলার বাইরেও যাতেও এই দুটি শো দর্শকদের মনে জায়গা করে নিতে পারে, সেদিকেই লক্ষ্য স্টার জলসার।