টঙ্গীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

টঙ্গী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৫:০৬
শেয়ার :
টঙ্গীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (৫৫) নামে শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনাটি ঘটে।

নিহত মো. আলমগীর (৫৫) পিরোজপুর জেলার নাজিরহাট থানার গাওখালী ইউনিয়নের খলনী গ্রামের বাসিন্দা। তিনি উত্তরার আজমপুর কাচা বাজার রেলগেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে। গাছ বোঝাই ট্রাকের গাছ 'লোড আনলোডের' কাজ করতেন।

নিহত আলমগীরের সহকর্মী মো. শামীম জানান, আজ ভোরে টঙ্গীস্টেশন রোড কামারপারা আঞ্চলিক সড়কের পানির টাংকির এলাকায়,আমাদের 'স' মিলের জন্য নিয়ে আসা গাছ বোঝাই ট্রাক কে পেছন থেকে বালুবোঝাই ড্রাম ট্রাকটি ধাক্কা দেয়। এ সময় আলমগীর ট্রাক থেকে ছিটকে পরে মাথায় গুরতর আঘাত পান। তখন আমাদের অন্য শ্রমিক ও স্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাক ও তার ড্রাইভার কে আটক করে এবং আহত আলমগীর কে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলছে। ঘাতক ড্রাম ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে ও ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে।