দোকান ভাড়া নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার
২১ এপ্রিল ২০২৫, ১৪:০৮
শেয়ার :
দোকান ভাড়া নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক নিহত

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের আঘাতে মোহাম্মদ ইকবাল (৫৩) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার মধ্যরাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইকবাল ( ৫৩ ) একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। তিনি উখিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক। আটক মোহাম্মদ শরীফ ওরফে বট্টল (৪৫) একই ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার শামশুল আলমের ছেলে।

নিহতের ছেলে আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নূর নিশান জানান, তার বাবার মালিকানাধীন দোকান ঘরের ভাড়াটে ছিলেন মোহাম্মদ শরীফ। বেশ কিছুদিন ধরে দোকান ভাড়া সংক্রান্ত লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার মধ্যরাতে উখিয়ার ঘিলাতলী এলাকায় নিজ বাড়ির সামনে তার বাবার সঙ্গে মোহাম্মদ শরীফের এ নিয়ে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে শরীফ তার বাবাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে শরীফকে আটক করে। 

পরে স্থানীয়রা আহত মোহাম্মদ ইকবালকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, মধ্যরাতে উখিয়ার ঘিলাতলী এলাকায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির নিহতের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়রা একজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়।

ঘটনার রহস্য উদঘাটনের ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।

আরিফ হোছাইন আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।