আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৮ দফা দাবিতে ঐকমত্য
এনসিপি-খেলাফত মজলিস সংলাপ
আওয়ামী লীগকে ‘গণহত্যার দায়ে অভিযুক্ত ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে নিবন্ধন স্থগিতসহ আট দফা দাবিতে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিস। গতকাল পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিদলীয় সংলাপে এ ঐকমত্য গড়ে ওঠে।
দল দুটির ৮ দফা দাবির মধ্যে রয়েছেÑ চব্বিশের অভ্যুত্থানে নিহতদের শহীদের মর্যাদায় সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং পরিবার পুনর্বাসন; আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দলীয়ভাবে বিচার এবং বিচার চলাকালে দলটির নিবন্ধন স্থগিত রাখা; আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা; শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি ও গত ১৫ বছরে গুম-খুনসহ সব ঘটনার দ্রুত বিচার; আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার; সয়াবিন তেলের দাম বৃদ্ধির (১৪ টাকা প্রতি লিটার) এবং শিল্প খাতে গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির (৩৩ শতাংশ) সিদ্ধান্ত প্রত্যাহার; গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ; ভারতের ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ। সভায় দুই দল মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংলাপে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী ও মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?