আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৮ দফা দাবিতে ঐকমত্য

এনসিপি-খেলাফত মজলিস সংলাপ

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৮ দফা দাবিতে ঐকমত্য

আওয়ামী লীগকে ‘গণহত্যার দায়ে অভিযুক্ত ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে নিবন্ধন স্থগিতসহ আট দফা দাবিতে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিস। গতকাল পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিদলীয় সংলাপে এ ঐকমত্য গড়ে ওঠে।

দল দুটির ৮ দফা দাবির মধ্যে রয়েছেÑ চব্বিশের অভ্যুত্থানে নিহতদের শহীদের মর্যাদায় সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং পরিবার পুনর্বাসন; আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দলীয়ভাবে বিচার এবং বিচার চলাকালে দলটির নিবন্ধন স্থগিত রাখা; আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা; শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি ও গত ১৫ বছরে গুম-খুনসহ সব ঘটনার দ্রুত বিচার; আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার; সয়াবিন তেলের দাম বৃদ্ধির (১৪ টাকা প্রতি লিটার) এবং শিল্প খাতে গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির (৩৩ শতাংশ) সিদ্ধান্ত প্রত্যাহার; গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ; ভারতের ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ। সভায় দুই দল মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানায়।

সংলাপে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী ও মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।