টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সিজন(২৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহতের ভাই শিপন জানান, আজ রবিবার রাত আনুমানিক ৮টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ফারুকের চায়ের দোকানে দুর্বৃত্তেরা সিজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা সিজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সিজনের শারীরিক আবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সিজন (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর থানার স্বপনের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গী মরকুন এলাকার রেলওয়ে কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত সিজনের ভাই শিপন আরও জানান, একই এলাকার সালমান রবিবার বিকেলে তার ভাইয়ের মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়।তার কয়েক ঘন্টা পর অজ্ঞাত নামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক শাহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টর জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।