স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা এখন জিয়া মঞ্চের নেতৃত্বে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ২১:৪৬
শেয়ার :
স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা এখন জিয়া মঞ্চের নেতৃত্বে

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা জিয়া মঞ্চের নেতৃত্বে এসেছেন। আওয়ামী লীগের সংগঠন ছেড়ে বিএনপির সংগঠনে আসায় বিষয়টি নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বেশ আলোচনা চলছে।   

ওই নেতার নাম জামশেদুল ইসলাম টুটুল। তিনি উপজেলার হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি জিয়া মঞ্চের হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।   

ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকাকালে টুটুলের প্রভাব ছিল দৃশ্যমান। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি এবং ভূমিকা চোখে পড়ার মতো ছিল। কিন্তু হঠাৎ করেই গত ৫ আগস্টের পর দৃশ্যপট পাল্টে যায়। আওয়ামী পরিবারের একনিষ্ঠ কর্মী পরিচয়ের বাইরে এসে তিনি এখন জিয়া মঞ্চের নেতৃত্বে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে টুটুলের এই পরিবর্তনকে রাজনৈতিক সুবিধাবাদ বলেও অভিহিত করছেন।

স্থানীয়রা বলছেন, যে মানুষটি এত দিন আওয়ামী লীগের হয়ে মাঠে ছিলেন, হঠাৎ করে তার এই পরিবর্তন বিস্ময়কর। 

জামসেদুল ইসলাম টুটুল বলেন, ‘আমার অসম্মতিতে আমাকে স্বেচ্ছাসেবক লীগ হরণী ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম। তৎকালীন আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ অনেক নির্যাতন করেছিল। সাবেক এমপি মোহাম্মদ আলীর কাছে যেতে এবং নৌকার পক্ষে ভোট করতে আমাকে বাধ্য করা হয়েছিল।’

জিয়া মঞ্চের হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস বলেন, ‘টুটুল আমাদের সঙ্গে আগে থেকে জিয়া মঞ্চের রাজনীতিতে জড়িত ছিল। মাঝখানে তিনি স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে এসেছেন সেটা আমাদের জানা ছিল না। বিষয়টি নিয়ে ফেসবুকে ছড়াছড়ির পর আমরা কমিটি স্থগিত রেখেছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’