ধর্ষণের পর নারীর মৃত্যু, সাবেক মেম্বার পালাতক
ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন।
গতকাল শনিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শেফালী বেগম ছলেমানা গ্রামের বাসিন্দা ও শফি খালাসীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ডাঙ্গী গ্রামের মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী শনিবার রাতে শেফালীর বাড়িতে গিয়ে দোচালা টিনের ঘরে আড্ডা দেয়। কিছুক্ষণ পর মোমরেজ শেফালীকে ডাক দিয়ে ঘরে নিয়ে যায়। পরে শেফালী অসুস্থ হয়ে পড়লে মোমরেজ তাকে কোলে করে নিয়ে তার ঘরে রেখে পলিয়ে যায়।
শেফালীর নাতনি তাজবিন আক্তার বলেন, নানীর অসুস্থতা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শেফালীর স্বামীর তিন স্ত্রীর মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মোমরেজ খালাসীর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সূত্রে মোমরেজ মাঝেমধ্যে শেফালীর বাড়িতে যেতেন এবং রাতেও অবস্থান করতেন বলে জনায় প্রতিবেশীরা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে- শেফালীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।