খোঁজ মিলল শরিফুল রাজের
বেশ কিছুদিন ধরেই আলোচানার বাইরে চিত্রনায়ক শরিফুল রাজ। ঢাকাই সিনেমার এই নায়ককে সবশেষ দেখা গিয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায়। এরপরই উধাও, নেই কোনো খবরে। হঠাৎই খবর মিলল তার। গেল ১৮ এপ্রিল সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমদ্দারের ফেসবুকে প্রকাশিত ‘ইনসাফ’ সিনেমার একটি স্থিরচিত্রে। তাতেই যেন নীরবতা ভেঙে নতুন দিনের বর্তা এলো শরিফুল রাজের পক্ষে। যেখানে নায়ককে মিলেছে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক!
স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি। অনেকেই শুভকামনা জানিয়েছেন। তবে শরিফুল রাজের প্রসঙ্গে এখনও নিশ্চুপ নির্মাতা। বিষয়টি নিয়ে কথা বলতে চান সিনেমা মুক্তির আগে। খোঁজ নিয়ে জানা যায়, ‘ইনসাফ’র কাজ নিয়ে ব্যস্ত আছেন শরিফুল রাজ।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ঈদুল আজহাতে মুক্তি পাবে ‘ইনসাফ’। এই সিনেমার দৃশ্য ধারণের কাজও প্রায় শেষের দিকে। শুধুমাত্র একটি গানের শুটিং বাকি আছে। সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সবঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘ইনসাফ’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করবেন মোশাররফ করিম। শোনা যাচ্ছে, সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে গুণী এই অভিনেতাকে।
বলা দরকার, ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টালিউডের ‘মানুষ’র মধ্যদিয়ে। এর নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলায়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট