বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সাদেক মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাদেক মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে। তার পিতা মো. চান মিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাদেক মিয়া ইভা রাইস মিল এলাকা থেকে তার হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলে করে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। এ সময় ইভা রাইস মিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বর্তমানে তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং ঘাতক বাসসহ চালকের খোঁজে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।