রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবন থেকে পড়ে গিয়ে আসিফ আনোয়ার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। মৃত আসিফ আনোয়ার খিলগাঁও সি ব্লক এর স্থায়ী বাসিন্দা আনোয়ারুল ইসলামের ছেলে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মৃতের মামা খলিলুর রহমান জানান, তার ভাগ্নে আসিফ আনোয়ার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। মানসিক সমস্যার কারণে আড়াই বছর পূর্বে দেশে ফিরে এসে আবার দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।
মৃতের মামা আরও জানান, খিলগাঁও পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে নাকি লাফিয়ে পড়ে, এ বিষয়টি কেউই দেখেননি। তবে, বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। তাদের ধারণা, হয়তো পাঁচতলা থেকে পড়ে যেতে পারেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।’