আদর্শ মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা চাই: অধ্যাপক মুজিবুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষার মাধ্যমে সৎ, যোগ্য, আদর্শ, খোদা ভীরু ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি হবে। তাহলে দেশে চুরি, ডাকাতি, হত্যা, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। দেশে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুর ১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলার আয়োজনে ‘জেলা শিক্ষক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দেশে ধর্মহীন নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। সরকারি নীতিমালার কারণে শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। এ বৈষম্য দূরীকরণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই। শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকার গড়িমসি করলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলে দেশ ধ্বংস হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও তাদের দোসররা দেশ ধ্বংস করার কলংকিত শিক্ষা ব্যবস্থা দেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। যার কারণে সমাজের সর্বস্তরে চুরি, ডাকাতি, হত্যা, ঘুষসহ বহুমুখি অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। আর যাতে সেই কলংকিত শিক্ষা ব্যবস্থা দেশে ফিরতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।
‘তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’ নেপোলিয়নের এই উক্তির সাথে দ্বিমত উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আদর্শ শিক্ষক তৈরি করলেই আদর্শ জাতি গঠন হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ভালো মানুষ কি পালায়- এ প্রশ্ন রেখে তিনি বলেন, চোর, ডাকাত আর অপরাধীরা পালিয়ে যায়। ইসলামী জীবন যাপন করলে দুনিয়া ও আখেরাতে ভালো থাকা যাবে। আদর্শ শিক্ষক ফেডারেশন সেই জীবন যাপনের শিক্ষা দেয়। আইয়ামে জাহিলিয়াতে চুরি, ডাকাতি, হত্যা, যিনা ব্যভিচারে ভরে গিয়েছিল। কুরআনের শাসন চালু হওয়ার পর সব অন্যায় কাজ বন্ধ হয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমদের দেশেও শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে হলে কুরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
বক্তব্যের শেষ প্রান্তে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা জোর দিয়ে বলেন, আগে সংস্কার তার পরে নির্বাচন হবে। সংস্কারের আগে কোন নির্বাচন হবে না। তবে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, জেলার প্রধান উপদেষ্টা জেলা জামায়াত আমীর অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে ৮-১০ হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।