গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় জুয়েল মিয়া (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতে তিনি আত্মহত্যা করেছেন।
আজ শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জুয়েল গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের অহিদুল ইসলামের ছেলে। জুয়েল হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
প্রতিবেশী আব্দুল মতিন বলেন, জুয়েল টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়ায় থাকতেন। স্বাভাবিকভাবে ডিউটিতে যেতে সকাল ৭টায় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতেন তিনি। কিন্তু আজ শনিবার সকালে ওই সময়ে জুয়েল ঘুম থেকে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও তিনি দরজা না খুললে বাড়ির মালিককে জানিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখি, জুয়েলের মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা আমরা বলতে পারিনা।
স্থানীয় বাসিন্দা সুমন বলেন, রাতের কোন এক সময়ে জুয়েল আত্মহত্যা করেছে। সকালে আমরা দেখতে পাই ভেতর থেকে ঘরের দরজা লাগানো। দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।