কাজের গুণগত মানে কোনো আপোষ নেই: শাবিপ্রবি উপ-উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পে কাজের গুণগত মান রক্ষার ক্ষেত্রে কোন ধরনের আপোষ করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
আজ শনিবার ইউজিসি’র প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শন শেষে কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন উপ-উপাচার্য।
সভায় প্রকল্পের কাজের গুণগত মান রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এতে অংশ নেন ইউজিসির প্রতিনিধি দল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কাজে ব্যবহৃত মেটারিয়ালসগুলোর মানের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না। প্রতিটি কাজ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। সাইট ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সব সময় সরেজমিনে উপস্থিত থাকবেন। আমি যেকোনো সময় কাজ পরিদর্শনে সাইটে যেতে পারি, তখন যেন আপনাদের উপস্থিত পাওয়া যায়। কাজের কোয়ালিটি রক্ষায় বর্তমান কর্তৃপক্ষ কোনো ধরনের আপস করবে না।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য- নির্ধারিত সময়ের মধ্যে ভবনগুলো ব্যবহারের উপযোগী করে তোলা। সঠিক সময়ে কাজ শেষ করতে হলে প্রতিটি ধাপে স্বচ্ছতা ও মান বজায় রাখতে হবে। রড, সিমেন্ট ও বালির মতো প্রধান উপকরণে কোনো ভাবেই মানের সঙ্গে আপস করা যাবে না।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাজ যেন ভবিষ্যতে নিজেদের গর্ব করার মতো হয়। মানুষ যেন বলতে পারে এই উন্নয়নকাজ আপনারাই করেছেন। জুনের মধ্যে আমরা কাজের সন্তোষজনক অগ্রগতি দেখতে চাই। উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র যেন দৃশ্যমান হয়, সেটাই আমাদের প্রত্যাশা।
পরিদর্শনকালে পরিদর্শন টিম প্রকল্পের যেসব সমস্যা চিহ্নিত করেছেন সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন প্রতিনিধিবৃন্দ।
সভায় ইউজিসি’র সার্বিক সহযোগিতার জন্য প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখতে আহ্বান জানান উপ-উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মো. আসিফ সিদ্দিক, সহকারী পরিচালক তানভীর মোর্শেদ ও মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- প্রকল্পপরিচালক ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জয়নাল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, উপ রেজিস্ট্রার শাহীন আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানজিম শামস প্রমুখ।
উল্লেখ্য, ১০তলা বিশিষ্ট ৪টি শিক্ষাভবন, ১টি ছাত্র ও ১টি ছাত্রী হল, ১টি প্রশাসনিক ভবন, ৪তলা বিশিষ্ট ১টি ছাত্র হল মসজিদ, ১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার, ২তলা বিশিষ্ট ১টি সেন্ট্রাল ওয়ার্কশপ, এককিলো রাস্তার দুই পাশে ২টি স্প্যান ব্রিজ, ১টি পাওয়ার ষ্টেশনের কাজ বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে।